সিলেটে দুর্বৃত্তের আগুনে অ্যাম্বুলেন্স ও বাস পুড়ে ছাই


সিলেটে দুর্বৃত্তের আগুনে অ্যাম্বুলেন্স ও বাস পুড়ে ছাই

সিলেটে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি সরকারি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। আগুনে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা যায়।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুটি মোটরসাইকেলে এসে পাঁচজন যুবক প্রথমে হাসপাতালের পার্কিংয়ে প্রবেশ করে। পরে তারা সেখানে থাকা অ্যাম্বুলেন্সে আগুন লাগায়, যা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট ফায়ার সার্ভিসের ফায়ার লিডার ফজল মিয়া জানান, রাত ৩টা ৫০ মিনিটে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর আসে। দ্রুত পাঠানো ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি সচল অবস্থায় ছিল এবং সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কুমারগাঁও বাসস্ট্যান্ডে আগুনে পুড়ে যাওয়া বাসটি পরিত্যক্ত ছিল।

শাহিদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান চৌধুরী জানান, অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়ার ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজের সাহায্যে দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×