সাভারে পার্কিং করে রাখা আরও একটি বাসে আগুন


সাভারে পার্কিং করে রাখা আরও একটি বাসে আগুন

ঢাকার সাভারে আবারও একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে, যা গত শনিবার রাতের ঘটনায় সামান্য কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটল। বাসটি ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করা অবস্থায় ছিল এবং আগুনে ভেতরের সব আসন ধ্বংস হয়ে গেছে।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা জানান, রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ‘ইতিহাস’ পরিবহণের একটি বাস চালক ও তার সহকারী বাসে না থাকা অবস্থায় আগুনের শিকার হয়। বাসের গেট তখন তালাবদ্ধ ছিল। রাত প্রায় ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে চালক ও সহকারী বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।

বাসের মালিক মো. এনামুল হক বলেন, “বাসটি ব্যাংক থেকে লোন নিয়ে কিনেছি। এটাই আমাদের পরিবারের আয়ের একমাত্র উৎস। এখন কীভাবে সংসার চালাব, কীভাবে ব্যাংকের লোন পরিশোধ করব, তা বুঝতে পারছি না।”

সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, “রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে বাসের ভেতরের সব আসন পুড়ে গেছে।”

এ ঘটনায় বিশেষ নজর দেওয়ার কারণ, এর আগেও শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের গেন্ডা এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×