ডাকাতির মামলায় কারাগারে, পরদিন বের হলেন লাশ হয়ে
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৪৩ পিএম, ১৬ নভেম্বর ২০২৫
গাজীপুর জেলা কারাগারে আকস্মিকভাবে অসুস্থ হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রবিবার (১৬ নভেম্বর) রাতে এই আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটে বলে জানা যায়। মারা যাওয়া হাজতির নাম মো. সিদ্দিক মিয়া (৩৩)। তিনি গাজীপুর মহানগরীর তড়ৎপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
গাজীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার রফিকুল কাদের জানান, সদর মেট্রো থানার একটি ডাকাতির প্রস্তুতি মামলায় শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে সিদ্দিক মিয়াকে কারাগারে আনা হয়।
তিনি জানান, রবিবার সন্ধ্যা ৬টার দিকে কারাগারের ভেতরে হঠাৎ সিদ্দিক মিয়া অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় সোয়া ৬টার দিকে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান বলেন, শুক্রবার নগরীর তড়ৎপাড়া এলাকা থেকে সিদ্দিক মিয়াকে পুলিশ আটক করে। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের হলে পুলিশ তাকে পরের দিন আদালতে পাঠায়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।