আগুন দেওয়ার অভিযোগে আ.লীগ নেতার ছেলেকে খুঁটিতে বেঁধে মারধর


আগুন দেওয়ার অভিযোগে আ.লীগ নেতার ছেলেকে খুঁটিতে বেঁধে মারধর

রহস্যজনক অগ্নিকাণ্ডের আতঙ্কে উত্তেজিত গ্রামবাসী—এই পরিস্থিতিতে নাটোরে খড় ও পাটকাঠির স্তূপে আগুন দেওয়ার অভিযোগ ঘিরে আওয়ামী লীগের এক স্থানীয় নেতার ছেলেকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়েছেন এলাকাবাসী। রোববার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার চৌগাছি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক হওয়া নাজমুল হোসেনের বিরুদ্ধে থানায় ৪টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নাজমুল কাফুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও চৌগাছি এলাকার ইটভাটা ব্যবসায়ী আবদুল খালেকের ছেলে।

পুলিশ ও গ্রামবাসী জানিয়েছে, গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের অনলাইনে ডাকা ‘লকডাউন’ কর্মসূচির রাত থেকে শনিবার পর্যন্ত গ্রামের অন্তত সাতটি স্থানে খড় ও পাটকাঠির পালায় আগুন লাগার ঘটনা ঘটে। সবগুলোই রাতের অন্ধকারে নির্জন স্থানে ঘটায় কেউই দুষ্কৃতকারীকে শনাক্ত করতে পারেনি।

রোববার ভোরে নাজমুল মোটরসাইকেলে করে গ্রামে ঘোরাঘুরির সময় সন্দেহের ভিত্তিতে স্থানীয়রা তাকে আটক করে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নেয়।

গ্রামবাসী আবু জাফর বলেন, “গ্রামে কয়েক দিন ধরে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। কিন্তু কে বা কারা আগুন দিচ্ছে, তা বোঝা যাচ্ছে না। গ্রামের মানুষ বাধ্য হয়ে শনিবার থেকে রাতে পাহারার ব্যবস্থা করে। পাহারায় দায়িত্ব পালনকারীরাই ভোরে নাজমুল হোসেনকে আটক করেন। তিনি সন্দেহজনকভাবে চলাফেরা করছিলেন।”

তবে বেঁধে রাখা অবস্থায় সাংবাদিকদের উদ্দেশে নাজমুল বলেন, “মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে একটা কাজের জন্য বের হয়েছিলাম। আমি ইটভাটা ব্যবসায়ী। আমি আগুন ধরাতে যাইনি, আমাকে দোষারোপ করা হচ্ছে।”

নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান জানান, “বেশ কয়েক দিন ধরে ওই গ্রামে রহস্যজনক আগুন লাগানোর ঘটনা ঘটেছে। সকালে এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাই। লোকজনের মৌখিক অভিযোগের ভিত্তিতে নাজমুলকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×