কেরানীগঞ্জে থানায় আগুন
- কেরানীগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ১২:৫৫ এম, ১৭ নভেম্বর ২০২৫
রাতের নীরবতা ভেঙে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিং এলাকায় হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার জানান, খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার ভাষ্য, ঘটনাস্থলের পরিস্থিতি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে মনে হয়েছে—আগুনটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। আগুনে ডাম্পিংয়ে রাখা একটি লেগুনা পুরোপুরি পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় সময় ধরে চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।
এক প্রত্যক্ষদর্শী নারী জানান, আগুন জ্বলতে শুরু করলে তিনি চিৎকার দেন এবং তখন দুইজন ব্যক্তিকে দ্রুত দৌড়ে পালিয়ে যেতে দেখেন। অন্ধকারের কারণে তাদের পরিচয় জানা যায়নি।
তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি স্বীকার করলেও তিনি বলেন, আগুন আবর্জনা থেকেই ছড়িয়েছে বলে তাদের ধারণা।