পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা


পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্ত চক্র। রোববার (১৬ নভেম্বর) রাতে ঠিক ১২টার দিকে সদর উপজেলার এ শাখাটির সামনে এসে দাঁড়ায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কিছুক্ষণ ঘোরাঘুরির পরই তারা হঠাৎ পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

সৌভাগ্য যে, ওই সময় শাখার ভেতরে চারজন কর্মকর্তা অবস্থান করছিলেন। আগুন টের পেয়েই তারা ছুটে এসে পানি ঢেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

শাখার পিয়ন কাম গার্ড শেখ বাহাউদ্দিন বলেন, “রাতে কর্মকর্তারা ভেতরে থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এসে ঘটনার বিষয়ে শুনেছি।”

ঘটনার বিস্তারিত জানাতে শাখা ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, “অফিসে থাকতেই সিকিউরিটি গার্ড হঠাৎ বাঁশি বাজিয়ে ডাকেন। নিচে নেমে দেখি পরিত্যক্ত গেটে আগুন। তাৎক্ষণিক পানি ঢেলে নিভিয়ে ফেলি এবং পরে পুলিশকে ফোন করি। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।” অভিযোগ জানাতে তিনি বর্তমানে সদর থানায় অবস্থান করছেন বলেও জানান।

ঘটনার পরপরই পুলিশ টহল দল সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দায়িত্বে থাকা সার্জেন্ট তাপস বলেন, “কিছুক্ষণ আগেও আমরা টহলে ছিলাম। অন্য শাখার দিকে যেতে যেতে দেখি আগুন লাগানোর চেষ্টা হয়েছে। দ্রুত এসে নিয়ন্ত্রণ করি।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×