বরগুনার সাবেক এমপি মতিউর রহমানের মৃত্যু


বরগুনার সাবেক এমপি মতিউর রহমানের মৃত্যু

বরগুনার দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. মতিউর রহমান তালুকদার (৮৫) মারা গেছেন। তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও বরগুনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীন বিষয়টি নিশ্চিত করেন।

মতিউর রহমান তালুকদার ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। এরপর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার ছেড়ে দেওয়া ওই একই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হলে জাতীয়তাবাদী দলের হয়ে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে মতিউর রহমান তালুকদার ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বরগুনা-১ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।

মতিউর রহমান তালুকদার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সবশেষ তাকে বুকে ব্যথাজনিত কারণে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান বলেন, মতিউর রহমান তালুকদার বরগুনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আমাদের সবার শ্রদ্ধাভাজন নেতা ছিলেন। তার মৃত্যুতে আমরা বিএনপি পরিবার গভীরভাবে শোকাহত।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×