হাসিনার রায় কার্যকর করার জন্য দেশের জনগণ অপেক্ষা করছে: খায়ের ভুঁইয়া
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৫৫ এম, ১৮ নভেম্বর ২০২৫
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। তার একটা সংবিধান আছে। হাসিনা ক্ষমতায় থেকে জোর করে অনেক আইন করেছেন, কিন্তু জনতার জোয়ারে সব ভেসে গেছে। আজকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় হয়েছে। আশা করি অবিলম্বে হাসিনা যেখানে আছে, তারা তাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। তার রায় কার্যকর করার জন্য এ দেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মধুপুর মাদরাসা মাঠে আয়োজিত বিএনপির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল খায়ের ভুঁইয়া বলেন, আজ ঢাকায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে একটি রায় হয়েছে। বিগত দিনে হাসিনা ও তার দোসররা অবৈধভাবে দেশের ছাত্র আন্দোলনের সময় হেলিকপ্টারে বসে গুলি করে মায়ের কোলের সন্তানকে হত্যা করেছে। মায়ের সঙ্গে সন্তান খাটে শুয়ে ছিল, তাকেও হত্যা করা হয়েছে। এটি নির্মম ইতিহাস স্বাধীন সার্বভৌম বাংলাদেশে।
তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য যে অস্ত্রগুলো আমরা বিদেশ থেকে আমদানি করেছি, মানুষের ট্যাক্সের টাকায় কেনা সেই অস্ত্র। হাসিনা গণতন্ত্র হরণের জন্য, জোর জবরদস্তি ক্ষমতায় থাকার জন্য, সেই অস্ত্র দিয়ে নিরীহ, নিরস্ত্র, নিরপরাধ শিশু ও ছাত্রদের ওপর হামলার নির্দেশ দিয়েছেন এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে। গণতন্ত্র যেন ফিরে না আসে, মানুষকে ভয়ভীতি দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখার চেষ্টা করেছে। কিন্তু এই অপশক্তিকে ক্ষমতাচ্যুত করার জন্য ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়েছে, যার কারণে হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। আজ তার (হাসিনা) ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে।
রায়পুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেল্লাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন রাজধানীর নিউমার্কেট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিপু ও উদ্বোধক ছিলেন রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী।
রায়পুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্যাহ রুবেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভুঁইয়া ও রায়পুর পৌর মহিলা দলের সভাপতি নাছিমা ছানোয়ার প্রমুখ।