সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার


সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত চারটি হত্যাকাণ্ডসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের দুটি পৃথক আমলি আদালতে শুনানি শেষে বিচারকরা এই আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফতুল্লা থানার চারটি হত্যা মামলার শুনানি নেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম সেলিনা খাতুন, আর সদর থানার সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার মামলার শুনানি হয় জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাইমানাহ আক্তার মনির আদালতে। শুনানিতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সেলিনা হায়াত আইভী।

আইভীর পক্ষে আদালতে উপস্থিত আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন শুনানির সময় দাবি করেন, যে পাঁচটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, সেগুলোর কোনোটিতেই সাবেক মেয়রের নাম নেই। তার কথায়, “তার জামিন বিলম্ব করার জন্য নতুন করে মামলাগুলো সাজানো হয়েছে।” তিনি জানান, নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

এর আগে, গত ৯ মে ডা. সেলিনা হায়াত আইভীকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও পরে সেই জামিন স্থগিত হয়ে যায়। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারেই আছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×