রংপুরে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অস্ত্রসহ দুই এনসিপি নেতা আটক
- রংপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:২৪ পিএম, ১৮ নভেম্বর ২০২৫
রংপুরের পার্কের মোড় থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই এনসিপি নেতা গ্রেপ্তার হয়েছেন, তাদেরকে স্থানীয় ছাত্র-জনতা আটক করার পর পুলিশে হস্তান্তর করেছে। আটককৃতরা হলেন মো. রাগিব ও তুষার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৭ নভেম্বর) রাতে পার্কের মোড়ের কাওছার একাডেমির সামনে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উত্তেজিত পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন তুষার ও রাগিব। তবে একপর্যায়ে তারা নিজেই উত্তেজিত হয়ে পিস্তল দেখিয়ে গুলি করার হুমকি দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত ছাত্র-জনতা তাদের ধাওয়া করে আটক করে গণধোলাই দেয় এবং পরে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
প্রত্যক্ষদর্শী আব্দুল হাকিম বলেন, “পূর্বের একটি মারামারিকে কেন্দ্র করে আজ অর্ত নামের এক ছেলেকে বাইক নিয়ে এসে একদল হামলা চালায় এবং তাকে মারতে মারতে কাওছার একাডেমির সামনে আনে। তখন স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করছিল। ঠিক তখনই ভুক্তভোগীর মামা পরিচয়ে এনসিপির দুই নেতা এসে পিস্তল বের করে গুলি করতে চান। পরে সবাই মিলে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।”
তাজহাট থানার এসআই মো. মোসাদ্দেক জানান, “আটককৃতদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেয়া হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”