পাবনায় মৃত নারী নড়েচড়ে ওঠার ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি


পাবনায় মৃত নারী নড়েচড়ে ওঠার ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি

পাবনার ঈশ্বরদীতে এক গৃহবধূ দাফনের আগে নড়েচড়ে ওঠার অভিযোগে আবারও হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসক তাকে ফের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ৭ নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকায় এই ঘটনা ঘটে। মৃত ঘোষিত গৃহবধূ সুফিয়া বেগম, স্থানীয় ব্যবসায়ী আব্দুস সালামের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, সুফিয়া বেগম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর মৃতের মৃত্যুসনদসহ মরদেহ ঈশ্বরদীতে পরিবারের কাছে আনা হয়। পরিবার দাফনের প্রস্তুতি নিলে, কেন্দ্রীয় গোরস্থানে কবর খোঁড়া হয়।

কিন্তু শেষ গোসল করানোর সময় পরিবারের সদস্যরা দেখেন, সুফিয়ার শরীর গরম এবং নড়াচড়া করছে। অস্বাভাবিক এ দৃশ্য দেখে স্বজনরা তাকে কয়েক চামচ পানি পান করিয়ে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিব ইসিজি পরীক্ষা করে জানান, সুফিয়া বেগম তখন জীবিত নন; তিনি প্রায় তিন ঘণ্টা আগে মারা গেছেন। ফলে চিকিৎসক দ্বিতীয়বারের মতো তাকে মৃত ঘোষণা করেন।

৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি বলেন, “মরদেহ নড়েচড়ে ওঠার খবর পেয়ে পরিবারের সদস্যরা আবারও তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। আমি নিজেও সেখানে ছিলাম। চিকিৎসকরা ইসিজি পরীক্ষা করে নিশ্চিত করেছেন, তিন ঘণ্টা আগে মৃত্যুর ঘটনা ঘটেছে।”

পরিবারের সঙ্গে এলাকার লোকজন উপস্থিত থেকে মঙ্গলবার আসরের নামাজের পর সুফিয়া বেগমকে দাফন করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×