পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
- গোপালগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:২৬ পিএম, ১৯ নভেম্বর ২০২৫
গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলার বিষয় নিয়ে ছোটো কিশোরের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করেছে একই গ্রামের দশম শ্রেণির এক শিক্ষার্থী।
মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল বুধবার (১৯ নভেম্বর) এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডটি মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বরইহাটি গ্রামে সংঘটিত হয়।
নিহত শিশুর নাম ইয়াসিন শেখ (১১)। সে বরইহাটি গ্রামের আশরাফ মিয়ারের ছেলে।
ওসি মো. মোস্তফা কামাল জানান, গ্রামে ব্যাডমিন্টন খেলার নিয়েও দুই গ্রুপের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়, পরে হাতাহাতিতে রূপ নেয়। সেই সময় দশম শ্রেণির এক শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে আসে এবং ইয়াসিনের ওপর আঘাত চালায়। গুরুতর আহত ইয়াসিনকে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
ওসি আরও জানান, এ পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি এবং অভিযুক্ত শিক্ষার্থীও আটক হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।