চট্রগ্রামে ব্যারাকের বাথরুম থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার


চট্রগ্রামে ব্যারাকের বাথরুম থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের চকবাজার থানার ব্যারাকের বাথরুম থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অহিদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার হওয়ায় পুলিশ সদস্যদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। 

রোববার (২৩ নভেম্বর) সকালে এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ জোনের সহকারী কমিশনার তারেক আজিজ।

নোয়াখালীর কবিরহাট এলাকার বাসিন্দা মো. অহিদুর রহমান চকবাজার থানায় এএসআই হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাবার নাম মো. শহিদুল্লাহ।

সহকর্মীরা জানান, সকালে ব্যারাকের বাথরুমে ঢুকে তারা গলায় গামছা পেঁচানো অবস্থায় অহিদুর রহমানের মরদেহ ঝুলতে দেখেন।

প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে বলেও জানিয়েছেন তারা। ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×