বঙ্গোপসাগরে নিখোঁজ ১৩ জেলে, উদ্ধার অভিযানের দাবিতে সড়ক অবরোধ
- ভোলা প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:৪৯ পিএম, ২৫ নভেম্বর ২০২৫
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভোলার লালমোহনের ১৩ জেলে নিখোঁজ হওয়ার পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তাদের কোনো হদিস মেলেনি। দীর্ঘ অপেক্ষার পর স্বজনরা উদ্ধার অভিযান শুরুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের সিকদার সড়কের দালাল বাজার এলাকায় স্বজনরা সড়ক অবরোধে দাঁড়ান। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নৌবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
এর আগে ২৩ নভেম্বর “বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১৩ জেলে” শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
নিখোঁজদের পরিবারের সদস্যরা জানান, গত ১০ নভেম্বর প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে ফারুক মাঝির নেতৃত্বে ১৩ জেলে একটি ফিশিং বোটে গভীর সাগরে মাছ ধরতে রওনা হন। পরদিন ১১ নভেম্বর ট্রলারটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় প্রশাসনকে খবর জানালেও উদ্ধার অভিযানে তৎপরতা নেই বলে অভিযোগ স্বজনদের। ফলে অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারগুলোর।
স্বজনরা বলেন, “নিখোঁজ জেলেরা কোথায় এবং কী অবস্থায় আছেন- এ বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছি।"
অবরোধকালে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ বলেন, নিখোঁজদের সন্ধানে কোস্ট গার্ড ইতোমধ্যে অভিযান শুরু করেছে। পাশাপাশি জেলে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার অনুরোধ এলে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা দেবে বলেও আশ্বস্ত করেন তিনি।
উল্লেখ্য, নিখোঁজ ১৩ জন হলেন—ট্রলার মালিক ফারুক (৫৩), মো. জাহাঙ্গীর (৩৮), মো. শামিম (২৩), মো. খোকন (৩৫), মো. সজিব (২২), মো. আলম (৪৬), হেলাল উদ্দিন (৪০), মো. ফারুক (৪২), মাকসুদুর রহমান (৪২), ছাব্বির (২৫), নাছির, আব্দুল মালেক ও মাকসুদ। সবার বাড়ি লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।