ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ


ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ এবং পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়ক অবরোধ শুরু করেন উত্তীর্ণ শিক্ষার্থীরা। তারা দাবি করছেন, পিএসসি লিখিত পরীক্ষার জন্য যথেষ্ট সময় দিতে ব্যর্থ হয়েছে।

যাত্রীদের দুর্ভোগ বিবেচনা করে বেলা দুইটার দিকে শিক্ষার্থীরা সড়ক কিছু সময়ের জন্য খুলে দেন। তবে বেলা ৩টা ২০ মিনিট থেকে আবার পুরোপুরি সড়ক অবরোধ করা হয়।

রাস্তা অবরোধকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী রায়হান বলেন, “আমরা এতদিনে কিছু করিনি, আজকে এই মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। যেখানে অন্যান্য বারে পিএসসি লিখিত পরীক্ষার জন্য ন্যূনতম ছয় মাস সময় দেয়, সেখানে আমাদের এত অল্প সময়ে লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এক প্রকারের হঠকারিতা।”

তিনি আরও বলেন, “আমরা জনদুর্ভোগ বুঝতে পারি, কিন্তু পিএসসি যদি এই হঠকারিতামূলক সিদ্ধান্ত পরিবর্তন না করে, আমরা আমাদের ওপর করা বৈষম্যমূলক আচরণ মেনে নেবো না। আমরা চাই, আমাদের ন্যায্য দাবি দ্রুত মেনে পিএসসি তার সিদ্ধান্তে সংশোধন আনুক।”

এক পথচারী অভিযোগ করেন, “সকাল বেলা রওনা দিয়েছি বাড়ি যাবার জন্য, রাজশাহী যেতে হবে। এখনও এখানে বসে আছি। ছাত্রদের দাবি মেনে না হলে তারা সড়ক অবরোধ করে বসে থাকে, এতে আমাদের ভোগান্তি হয়।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×