টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ দুজন আটক


টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ দুজন আটক

কক্সবাজারের টেকনাফের সাগর উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ দুগ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মঙ্গলবার সকালে গোয়েন্দা তথ্যেরভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৯০ হাজার ইয়াবা, দুটি বাটন ফোনসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন - টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ স্থানীয় ছৈয়দ আহম্মদের স্ত্রী আনোয়ারা বেগম।

উদ্ধার ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×