বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন ড. আহসান এইচ মনসুর
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:৫৩ পিএম, ১৩ আগস্ট ২০২৪
বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পাচ্ছেন অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর। মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এ জন্য বয়সসীমা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের আইন পরিবর্তন করতে হবে। আইনে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা যায়।
বর্তমান আইন অনুযায়ী সর্বোচ্চ ৬৭ বছর বয়সী কোনো ব্যক্তিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ করা যায়। কিন্তু ড. আহসানের বয়স এখন ৭২ বছরের বেশি। তিনি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক। চেয়ারম্যান ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের।
বর্ণাঢ্য কর্মজীবন
ড. আহসান বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের আর্থিক খাতের একজন বিশ্লেষক হিসেবে সুপরিচিত। ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। একই বছর তিনি অর্থনীতিতে উচ্চতর পড়াশোনার জন্য কানাডা চলে যান।
তিনি ১৯৮১ সালে আইএমএফে যোগদান করেন এবং ১৯৮২ সালে ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি নেন। আইএমএফের থাকালীন ড. মনসুর মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা এবং মধ্য আমেরিকার দেশগুলোয় কাজ করেছেন। ফিসকাল অ্যাফেয়ার্স বিভাগে কাজ করেছেন। তিনি বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীর অর্থ উপদেষ্টা (১৯৮৯-৯১) হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।
বাংলাদেশে দায়িত্ব পালনকালে ড. মনসুর ১৯৯১ সালে মূল্য সংযোজন কর প্রবর্তনের সাথে জড়িত ছিলেন। আইএমএফ থেকে আগাম অবসর নেওয়ার পর অন্যান্য পেশাজীবীদের সমন্বয়ে নীতি বিশ্লেষণের লক্ষ্যে পিআরআই গঠন করেন। ইকোনোমেট্রিকা, জার্নাল অব ইকোনমিক থিওরি এবং আইএমএফ স্টাফ পেপারসহ বহু জার্নালে ড. মনসুর লিখেছেন, অবদান রেখেছেন।