অসদাচরণের অভিযোগে কাস্টমস উপ-কমিশনার শহিদুজ্জামান সাময়িক বরখাস্ত


অসদাচরণের অভিযোগে কাস্টমস উপ-কমিশনার শহিদুজ্জামান সাময়িক বরখাস্ত

কাস্টমস ও আবগারি বিভাগের উপ-কমিশনার মো. শহিদুজ্জামান সরকারকে অসদাচরণ ও পলায়নের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (৩ নভেম্বর) এনবিআরের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. শহিদুজ্জামান সরকারের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) ধারায় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই বিধিমালার আওতায় তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাওয়ার অধিকারী হবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×