যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম


যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৬০ হাজার ৮০২ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয় সোমবার (০৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ)-এর আওতায় নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি অনুযায়ী এই জাহাজ চট্টগ্রামে এসেছে।

চুক্তির অধীনে মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। এর আগের প্রথম চালান হিসেবে ২৫ অক্টোবর দেশে ৫৬ হাজার ৯৫৯ টন গম পৌঁছিয়েছিল।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষা কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। নমুনা পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত খালাস প্রক্রিয়া শুরু করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×