অক্টোবরেও রপ্তানি কমেছে ৭.৪৩ শতাংশ


অক্টোবরেও রপ্তানি কমেছে ৭.৪৩ শতাংশ

বাংলাদেশের রপ্তানি চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে সামগ্রিকভাবে বৃদ্ধির দিকে থাকলেও জুলাই মাস বাদে পরবর্তী তিন মাসে ধারাবাহিকভাবে পতন দেখা দিয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, অক্টোবর মাসে দেশের রপ্তানি ৭.৪৩ শতাংশ কমেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর মাসে বাংলাদেশের রপ্তানি মূল্য ৩.৬৩ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ৪.১৩ বিলিয়ন ডলারের তুলনায় কম।

ইপিবির তথ্য অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে মোট রপ্তানি ১৬.১৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ১৫.৭৯ বিলিয়ন ডলারের তুলনায় ২.২২ শতাংশ বেশি। অর্থাৎ, দীর্ঘমেয়াদি প্রবণতিতে সামান্য বৃদ্ধি থাকলেও সেপ্টেম্বর ও অক্টোবরের পতনের কারণে উদ্বেগ দেখা দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানিতে এই ধারা ধরে গেলে আগামী মাসগুলোতে নীতি নির্ধারণ ও বাজার সম্প্রসারণে বিশেষ মনোযোগ প্রয়োজন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×