বিজিএমইএ সভাপতির সঙ্গে হোহেনস্টাইন গ্রুপের প্রতিনিধিদলের বৈঠক


বিজিএমইএ সভাপতির সঙ্গে হোহেনস্টাইন গ্রুপের প্রতিনিধিদলের বৈঠক

ঢাকার বিজিএমইএ কমপ্লেক্সে আজ ১১ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতির সঙ্গে জার্মানির হোহেনস্টাইন গ্রুপের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও হোহেনস্টাইন গ্রুপের ড. স্টেফান ড্রোস্টে (ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও), জুলিয়া মিচিলস (অ্যাডভাইজরি বোর্ডের সদস্য) এবং ড. মো. কামরুজ্জামান (ব্যবস্থাপনা পরিচালক, হোহেনস্টাইন ল্যাবরেটরিজ বাংলাদেশ লিমিটেড) অংশ নেন।

বৈঠকে মূলত বাংলাদেশের পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধি, পরিবেশগত সাসটেইনেবিলিটি এবং মানসম্মত উৎপাদন নিশ্চিত করার জন্য সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। হোহেনস্টাইন প্রতিনিধিরা তাদের সংস্থার দক্ষতা ও কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন, যার মধ্যে ফাংশনালিটি ও টেকনিক্যাল টেক্সটাইলস বিষয়ে সমৃদ্ধ গবেষণা, টেস্টিং ও সার্টিফিকেশন সেবা অন্তর্ভুক্ত ছিল।

হোহেনস্টাইন ‘মেইড ইন গ্রিন’ উদ্যোগের আওতায় বিজিএমইএর সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। এটি টেকসইভাবে উৎপাদিত টেক্সটাইল পণ্যের জন্য একটি ট্রেসেবল লেবেল, যা STeP (Sustainable Textile Production) সার্টিফিকেশনের ভিত্তিতে প্রদান করা হয়। লেবেলটি নির্দেশ করে যে পণ্যটি মানুষ ও পরিবেশের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব এবং সামাজিকভাবে দায়িত্বশীল।

বৈঠকে পোশাক মূল্য চেইনে স্বচ্ছতা ও ট্রেসেবিলিটি নিশ্চিত করার জন্য একটি ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (DPP) তৈরির সম্ভাব্য সহযোগিতার কথাও আলোচনা করা হয়।

বিজিএমইএ সভাপতি বৈঠকে সমগ্র পোশাক শিল্পে সামাজিক ও পরিবেশগত কমপ্লায়েন্সের জন্য একটি ‘ইউনিফায়েড কোড অব কন্ডাক্ট’ প্রণয়নের ওপর জোর দেন। এতে সরবরাহকারীদের বিভিন্ন পক্ষের অডিট পুনরাবৃত্তি উল্লেখযোগ্যভাবে কমবে। তিনি ফাইবার উৎস সঠিকভাবে নির্ধারণের জন্য ফেব্রিক্সের ডিএনএ টেস্টিংয়ের গুরুত্বও তুলে ধরেন এবং হোহেনস্টাইনের বাংলাদেশে এই পরিষেবা দেওয়ার সক্ষমতা যাচাই করেন।

বিজিএমইএ সভাপতি আরও হোহেনস্টাইনকে অনুরোধ করেন যে, STeP সার্টিফিকেশনের খরচ কমানো হলে টেকসই সার্টিফিকেশন আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে, যা বাংলাদেশের কারখানাগুলোর জন্য কার্যকর সহায়ক হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×