পদত্যাগ করলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান


পদত্যাগ করলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান

চাকরির মেয়াদ শেষ হতে মাত্র ১০ মাস বাকি থাকতেই বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান পদত্যাগ করেছেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মৌলিক কারণ হিসেবে জানা গেছে, মইনুল খান বর্তমানে সৌদি আরবে ওমরাহ পালন করছেন, তাই তার সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, “অনানুষ্ঠানিকভাবে মইনুল খান আগেই জানিয়েছেন যে তিনি স্বেচ্ছা অবসরে যেতে চান।”

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেওয়া তার পদত্যাগপত্রে ৩০ অক্টোবর তারিখ উল্লেখ রয়েছে। আবেদনপত্রের কপি মন্ত্রণালয়ে রয়েছে।

এর আগে ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় একটি সরকারি আদেশ (জিও) জারি করে, যার ভিত্তিতে ২৬ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত তার ২০ দিনের ছুটি নির্ধারিত হয়।

বিটিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার যোগাযোগের সময় জানা গেছে, অফিসের সামাজিক মাধ্যমে মইনুল খান সহকর্মীদের কাছে দোয়া চেয়েছেন এবং সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসরে যাওয়ার সিদ্ধান্ত জানান। সেখানে তিনি উল্লেখ করেছেন, সরকারি চাকরিতে প্রায় ৩২ বছর তিনি বিভিন্ন পদে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি আরও জানিয়েছেন, “নিজ যোগ্যতায় সবসময় সরকারের জন্য ভ্যালু সংযোজন করার চেষ্টা করেছি।”

মইনুল খান গবেষণা ও শিক্ষার প্রতি আগ্রহী। তিনি চাকরি ছেড়ে দিয়ে নিজ আগ্রহের জায়গায় কাজ করতে চান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের গ্রাজুয়েট মইনুল খান দীর্ঘ সরকারি ক্যারিয়ারে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×