যুক্তরাষ্ট্রের সমুদ্রে মাছ ধরছেন প্রভা


যুক্তরাষ্ট্রের সমুদ্রে মাছ ধরছেন প্রভা

কখনো যিনি ছিলেন দেশের টেলিভিশন পর্দার উজ্জ্বলতম মুখ, সেই সাদিয়া জাহান প্রভা এখন যুক্তরাষ্ট্রের শান্ত সমুদ্রে মাছ ধরছেন—জীবনের নতুন অধ্যায়ে যেন পুরোনো তারকাখ্যাতিকে ছাপিয়ে এক নতুন পরিচয়ে নিজেকে গড়ে তুলেছেন।

একসময় ছোট পর্দায় প্রাণবন্ত অভিনয় ও সহজাত অভিব্যক্তির মাধ্যমে দর্শকের হৃদয় জয় করা প্রভা এখন স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরেও তিনি থেমে থাকেননি; বরং সেখানে নতুনভাবে নিজের জীবন শুরু করেছেন।

বর্তমানে প্রভা একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিতি লাভ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও তিনি বেশ সরব। নিয়মিতই নিজের জীবনের নানা আনন্দঘন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।

সম্প্রতি তার ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশিত হয়েছে, যেখানে তাকে সমুদ্রে মাছ ধরতে দেখা গেছে। খোলা চুল, মুখে হাসি—সেই মুহূর্তের ছবি দেখে মুগ্ধ হয়েছেন অনেকে। প্রভার এই ভিন্নধর্মী রূপে যেমন অনেকেই চমকে গেছেন, তেমনি তার এই নতুন পথচলাকে স্বাগতও জানিয়েছেন।

ছবিটির মন্তব্য ঘরে একজন অনুরাগী লিখেছেন, ‘দারুণ মুহূর্ত, অনেক সুন্দর লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘আপনার চমৎকার মাছ ধরার ছবির জন্য অসংখ্য ধন্যবাদ।’

প্রসঙ্গত, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন সাদিয়া জাহান প্রভা। এরপর অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করেন। তবে সময়ের পরিক্রমায় সেই গ্ল্যামার জগত থেকে সরে এসে একেবারে আলাদা একটি জীবনের পথ বেছে নিয়েছেন তিনি—যা এখন অনুরাগীদের জন্য নতুন কৌতূহলের বিষয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×