ধর্মেন্দ্রর মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক প্রকাশ
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৯:২৯ পিএম, ২৪ নভেম্বর ২০২৫
বলিউডের অমর নায়ক ধর্মেন্দ্র সোমবার (২৪ নভেম্বর) সকালে মুম্বাইয়ের জুহুতে ৮৯ বছর বয়সে মারা গেছেন। ভারতীয় গণমাধ্যমগুলো তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
প্রাথমিকভাবে কিছু সংবাদমাধ্যম নির্মাতা করন জোহরের বরাতে খবর প্রকাশ করলেও অনেকেই তা বিশ্বাস করতে পারেননি। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-হ্যান্ডেলে শোকবার্তা দিয়ে ধর্মেন্দ্রের প্রয়াণ নিশ্চিত করেন। মোদি লিখেছেন, “ধর্মেন্দ্র জি’র চলে যাওয়ার মাধ্যমে ভারতীয় সিনেমা জগতে এক অধ্যায়ের সমাপ্তি ঘটলো। তিনি ছিলেন সিনেমা জনতার একজন আইকনিক ব্যক্তি। এই কষ্টের মুহূর্তে আমি তার পরিবার, বন্ধু-বান্ধব ও ভক্তদের সমবেদনা জানাচ্ছি।”
করন জোহরও শোক প্রকাশ করেছেন: “মেইনস্ট্রিম সিনেমার আদর্শ নায়কের প্রতিচ্ছবি তিনি। ভারতীয় চলচ্চিত্রের প্রকৃত কিংবদন্তি। এক ও অদ্বিতীয় ধর্মেন্দ্র জি… আপনাকে আমরা গভীরভাবে মিস করব।”
ধর্মেন্দ্র ১৯৩৫ সালে লুধিয়ানা জেলার একটি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হম ভি তেরে’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি বলিউডে অভিষেক করেন। ষাটের দশকে ‘বন্দিনী’, ‘আই মিলন কি বেলা’, ‘খামোশি’র মতো রোমান্টিক ছবিতে জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৬৫ সালে ‘হকিকত’-এ অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান এবং ১৯৬৬ সালে ‘ফুল অউর পাথর’ তাকে বড় পর্দার বাণিজ্যিক নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে।
মাত্র ১২ দিন আগে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে থেকে তিনি ছাড়া পান। গত অক্টোবরের শেষ দিকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। আগামী ৮ ডিসেম্বর তাঁর ৯০তম জন্মদিন পালিত হওয়ার কথা ছিল।