হামাসপ্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যার বর্ণনা দিলো ইসরায়েল


হামাসপ্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যার বর্ণনা দিলো ইসরায়েল

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যার তথ্য এবার নিশ্চিত করল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিনওয়ারকে হত্যার তথ্য জানান। খবর টাইম অব ইসরায়েলের।  

শনিবার (৩১ মে) সন্ধ্যায় ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, গাজার দক্ষিণাঞ্চলে ইউরোপীয়ান হাসপাতালের নিচে টানেলে বিমান হামলায় নিহত হন সিনওয়ার। 

 

যৌথ বিবৃতিতে আইডিএফ ও নিরাপত্তা সংস্থা শিন বেত নিশ্চিত করেছে, গত ১৩ মে খান ইউনিসে ইউরোপীয়ান হাসপাতালের নিচে টানেলে সিনওয়ারসহ রাফাহ ব্রিগেড কমান্ডার মুহাম্মদ শাবানা, দক্ষিণ খান ইউনিস ব্যাটালিয়ন কমান্ডার মাহদি কুরা নিহত হয়েছেন।     

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ওই অভিযানে যুদ্ধবিমান থেকে ৩০ সেকেন্ডে ৫০টি বোমা ছোড়া হয়। আইডিএফ দাবি করেছে, নির্ভুল ক্ষেপণাস্ত্র ভূগর্ভস্থ হামাস কমান্ড সেন্টার এবং টানেল সিস্টেমে আঘাত হানে। এতে হাসপাতালের কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই হামাসের সিনিয়র কমান্ডাররা নিহত হয়েছেন। 

২০২৪ সালের অক্টোবরে গাজার রাফা এলাকায় ইয়াহিয়া সিনওয়ারও ইসরায়েলি সেনাদের হাতে প্রাণ হারান। ইয়াহিয়ার মৃত্যুর পর তার ছোটভাই মোহাম্মদ সিনওয়ার গাজায় হামাসের প্রধান হিসেবে দায়িত্ব নেন।

কয়েক মাস ধরে ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন মোহাম্মদ সিনওয়ার। শেষমেশ তাকেও হত্যা করলো ইসরায়েলি বাহিনী। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×