যুক্তরাষ্ট্রের প্রতি কোনো ‘কৃতজ্ঞতা’ দেখায়নি ইউক্রেন: ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রতি কোনো ‘কৃতজ্ঞতা’ দেখায়নি ইউক্রেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্র রাশিয়ার আগ্রাসন ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করলেও ইউক্রেন তা নিয়ে কোনো কৃতজ্ঞতা দেখাচ্ছে না; এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রোববার তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন, 'আমাদের উদ্যোগের বিপরীতে ইউক্রেনের কৃতজ্ঞতা একেবারে শূন্য।' ট্রাম্প ইউক্রেনকে ‘অকৃতজ্ঞ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিককালে ট্রাম্প প্রশাসন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শান্তি আনার জন্য ২৮ দফা পরিকল্পনা উপস্থাপন করেছে। রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ নেতৃত্ব সেই প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনার প্রেক্ষাপটে ট্রাম্প তার পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন এবং ইংরেজিতে কিছু বাক্য ক্যাপিটাল লেটারে লিখে শক্তভাবে তার রাগ জানান।

যুদ্ধের জন্য দায়ী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উল্লেখ করলেও ট্রাম্প মস্কোর প্রতি সরাসরি সমালোচনা করেননি। বরং তিনি বর্তমান যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের জন্য তার পূর্বসূরি জো বাইডেনকে ‘ঘুমকাতুরে জো’ হিসেবে দোষারোপ করেছেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রার হামলা শুরু করে, যা এখনও অব্যাহত। এই যুদ্ধে রাশিয়া দেশটির উল্লেখযোগ্য অংশ দখল করেছে এবং দুই পক্ষই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ স্পষ্ট নয়।

প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প দাবি করেছিলেন, ক্ষমতায় এলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করবেন। ক্ষমতায় আসার পর তিনি বিচ্ছিন্নভাবে কয়েকটি উদ্যোগ নিয়েছেন, কিন্তু কোনোবারই যুদ্ধ বন্ধ করতে পারেননি। সর্বশেষ ২৮ দফার শান্তি প্রস্তাবও সমালোচনার মুখে পড়েছে, কারণ এতে রাশিয়ার কিছু গুরুত্বপূর্ণ দাবি অনুমোদন করা হয়েছে, যা বিশ্লেষকদের মতে গ্রহণযোগ্য নয়।

ট্রাম্প একাধিকবার উল্লেখ করেছেন যে, তিনি পুতিনকে ‘নাখোশ’ মনে করেন, তবে ক্রেমলিন নেতা ও তার কাজের সরাসরি সমালোচনা করতে তিনি এড়িয়ে যান। বরং তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ প্রয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

রোববারের পোস্টে তিনি ইউরোপীয় দেশগুলোরও সমালোচনা করেছেন, উল্লেখ করে যে কিছু দেশ এখনও রাশিয়া থেকে তেল ক্রয় বন্ধ করেনি। তিনি জো বাইডেনকে ‘দুর্নীতিবাজ জো’ আখ্যা দিয়েছেন এবং অভিযোগ করেছেন, বাইডেন ইউক্রেনকে বিনামূল্যে অস্ত্র সরবরাহ করেছেন।

ট্রাম্প তার পোস্টে একবারই পুতিনের নাম উল্লেখ করেছেন এবং বলেন, ‘পুতিন ভাবলেন, এখন "স্লিপি জো (ঘুমকাতুরে জো)" বাইডেন ক্ষমতায় আছে। এখনই ইউক্রেনে হামলা চালানোর সুবর্ণ সুযোগ’। ট্রাম্পের দাবি, পুতিন সেই সুযোগ কাজে লাগিয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×