লেবাননে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ৫


লেবাননে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ৫

লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলে স্থবির পরিস্থিতির মধ্যে হঠাৎ তীব্র উত্তেজনা ফিরে এসেছে। কয়েক মাসের বিরতির পর ইসরায়েল সেখানে বড় ধরনের বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হাইসম আলী আল তাবতাবাইকে হত্যা করেছে, যা কার্যমান যুদ্ধবিরতির মাঝেই সংঘটিত হলো।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দাহিয়েহ এলাকার জনাকীর্ণ একটি আবাসিক ভবনে হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। হিজবুল্লাহ তাবতাবাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে, ইসরায়েল এবার “রেড লাইন” অতিক্রম করেছে।

ইসরায়েলি বাহিনী তাবতাবাইকে হিজবুল্লাহর চিফ অব স্টাফ এবং দীর্ঘদিনের অভিজ্ঞ কমান্ডার হিসেবে চিহ্নিত করেছে। যুক্তরাষ্ট্র ২০১৬ সালে তাকে সন্ত্রাসী ঘোষণা করে পাঁচ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছিল।

হামলার পর দেওয়া বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “আমার নেতৃত্বে ইসরায়েল হিজবুল্লাহকে কোনোভাবেই শক্তি পুনর্গঠনের সুযোগ দেবে না এবং রাষ্ট্রের প্রতি তাদের হুমকি বাড়তে দেবে না।” তিনি লেবানন সরকারকে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের অঙ্গীকার পূরণের আহ্বান জানান।

এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। তার দাবি, দেশের দক্ষিণে এখনো অন্তত পাঁচটি এলাকা ইসরায়েলের দখলে রয়েছে এবং এই হামলা ১৩ মাসের সংঘাত শেষ করার চুক্তি লঙ্ঘন করেছে।

লেবানন সরকার বলছে তারা হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সংগঠনটি জানিয়ে দিয়েছে, ইসরায়েল পুরোপুরি হামলা বন্ধ না করা পর্যন্ত, লেবানন থেকে সম্পূর্ণভাবে না সরে আসা পর্যন্ত এবং লেবাননি বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত অস্ত্র ত্যাগের বিষয়ে কোনো আলোচনা হবে না।

এক পশ্চিমা কূটনীতিক বিবিসিকে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন লেবাননের ওপর চাপ বাড়াচ্ছে, কারণ তাদের দৃষ্টিতে হিজবুল্লাহর বিরুদ্ধে অগ্রগতি অত্যন্ত ধীর। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ অনেক দেশ এ সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরদিন হিজবুল্লাহ ইসরায়েলি অবস্থানের দিকে রকেট ছোড়া শুরু করলে দুই পক্ষের সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত হয়। হিজবুল্লাহ বলছে, এটি ছিল গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রকাশ। লেবাননের হিসাবে, ইসরায়েলের অভিযানে সেখানে প্রায় চার হাজার মানুষ নিহত এবং বারো লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েল জানায়, তাদের অন্তত ৮০ জন সেনা ও ৪৭ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।

যুক্তরাষ্ট্র তাবতাবাইকে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ সামরিক কৌশলবিদ হিসেবে উল্লেখ করে জানায়, তিনি সিরিয়া ও ইয়েমেনে বিশেষ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং এসব অঞ্চলে হিজবুল্লাহর বিস্তৃত কার্যক্রমে প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ ও মানবসম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×