রামপুরায় ২৮ হত্যাকাণ্ড: বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলসহ চারজনের শুনানি আজ


রামপুরায় ২৮ হত্যাকাণ্ড: বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলসহ চারজনের শুনানি আজ

রাজধানীর রামপুরায় জুলাই-আগস্ট আন্দোলনের সময় ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আজ শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ঘটনায় বহুদিন ধরেই আলোচিত এ মামলা আজ আবার ট্রাইব্যুনালে উঠছে।

সোমবার ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ শুনানি নেবেন। আদালত সূত্র জানায়, পলাতক থাকা দুই অভিযুক্তের জন্য এ দিনে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ৫ নভেম্বর শুনানির কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনে তা পিছিয়ে আজকের তারিখ নির্ধারণ করা হয়। গত ২৬ অক্টোবর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বে ট্রাইব্যুনালের দুই সদস্যের প্যানেল এ বিষয়ে আদেশ দেন। ওই বেঞ্চের অন্য সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার চার আসামির মধ্যে দুজন বর্তমানে কারাগারে আছেন। রেদোয়ানুল ইসলামের পাশাপাশি আটক আরেকজন হলেন বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম। গত ২২ অক্টোবর তাদের ট্রাইব্যুনালে পেশ করা হলে শুনানি শেষে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই আদেশে পলাতকদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়, যা ইতোমধ্যে ছাপা হয়েছে।

পলাতক দুই আসামি হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় সারা দেশে নৃশংস হত্যাকাণ্ড ঘটে; রামপুরায় প্রাণ হারান ২৮ জন এবং আহত হন আরও অনেকে। ঘটনার দিন রামপুরায় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুলকে আন্দোলনকারীদের উদ্দেশে সরাসরি গুলি চালাতে দেখা যায়। অভিযোগ রয়েছে, অভিযুক্ত অন্য ব্যক্তিরাও ওই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন। তদন্ত সংস্থার রিপোর্টের ভিত্তিতে চারজনের বিরুদ্ধে পৃথক ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×