মাদারীপুরে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত, কাউন্টার ভাঙচুর


মাদারীপুরে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত, কাউন্টার ভাঙচুর

মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাকিব মোল্লা নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। একইসঙ্গে আহত হয়েছে আরও একজন।

এ ঘটনায় রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাতে জেলার কালকিনি উপজেলার বাজারে থানা রোডের পাসে থাকা সার্বিক পরিবহনের টিকিট কাউন্টারসহ মুদি দোকান ভাঙচুর করে বিক্ষুব্ধরা।

এর আগে, রোববার বিকেলে কালকিনি উপজেলার শিকারমঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব একই উপজেলার উত্তর রমজানপুর গ্রামের সাহাবুদ্দিন মোল্লার ছেলে। সে রমজানপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, নিজ এলাকা থেকে মোটরসাইকেলযোগে কালকিনি উপজেলার দিকে দিকে যাচ্ছিল রাকিব ও তার বন্ধু রবিন। পথিমধ্যে শিকারমঙ্গল এলাকার আসলে ঢাকা থেকে ছেড়ে আসা সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় সড়কে ছিটকে পড়ে রাকিব ও রবিন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উত্তর রমজানপুর গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে আহত রবিনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ে। এ ঘটনায় রোববার রাতে কালকিনি থানা রোডের পাসে থাকা সার্বিক পরিবহনের কাউন্টার ও দুটি মুদি দোকান ভাঙচুর করে বিক্ষুব্ধরা।

নিহতের চাচা আলাউল মোল্লা বলেন, ছোট সড়কে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এরপর থেকে কালকিনি-সাহেবরামপুর সড়কে যেন বাস চলাচল করতে না পারে, সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ সোহেল রানা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সার্বিক পরিবহনের একটি টিকিট কাউন্টার ভাঙচুরের ঘটনা ঘটেছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×