৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা তাহেরির


৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা তাহেরির

আগামী জাতীয় নির্বাচনে দেশের সবকটি সংসদীয় আসনে প্রার্থী দেবে সুন্নি জোট। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা গিয়াস উদ্দিন তাহেরি রোববার এ ঘোষণা দিয়েছেন।

চাঁদপুর সদরের খলিশাডুলী কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় এক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

তাহেরি বলেন, ‘যারা ধর্মের নামে অপব্যাখ্যা, ধর্মান্ধতা ও ধর্মদ্রোহিতা ছড়ায় এবং দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, তাদের সকল কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একতাবদ্ধ হতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই উপমহাদেশে ইসলামের প্রচার-প্রসার হয়েছে পীর-আউলিয়াদের মাধ্যমে। আহলে সুন্নাত ওয়াল জামাআত কোরআন-সুন্নাহভিত্তিক শাসন ব্যবস্থা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সকল শান্তিকামী মানুষকে সুন্নি জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।’

তাহেরি দাবি করেন, ‘সুন্নিরা দেশের শান্তিপ্রিয় সম্প্রদায়। তারা কখনো কারও প্রতি জুলুম করে না, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। দেশের সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে সরকার গঠনও আমাদেরই কর্তব্য হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার সুপার মাওলানা হান্নান, চাঁদপুর সদর-৩ আসনের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী এ এইচ এম আহসানুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×