পাকিস্তানের পেশোয়ারে এফসি সদর দপ্তরে আত্মঘাতী হামলা, নিহত ৬
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০২:২১ পিএম, ২৪ নভেম্বর ২০২৫
পাকিস্তানের পেশোয়ারে ফেডারেল কনস্টেবুলারি (এফসি) সদর দপ্তরে ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ নভেম্বর) সকালে সংঘটিত এই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
পাকিস্তানি দৈনিক ডন-এর প্রতিবেদনে বলা হয়, প্রথম বিস্ফোরণটি ঘটে এফসি সদর দপ্তরের প্রধান গেটে। বিস্ফোরণের পরপরই সশস্ত্র হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করে। তবে নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা ব্যবস্থা নিয়ে তিন হামলাকারীকে গুলি করে হত্যা করে। ঘটনাস্থলে তিন এফসি সদস্যও প্রাণ হারান, আহত হন আরও দুইজন।
হামলাটি সকাল ৮টার দিকে সদর-কোহাট রোডে সংঘটিত হয়। বিস্ফোরণের পর পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী, এবং সেখানে এখনও অভিযান চলছে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) এবং খাইবার টিচিং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সবাই বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে।
হামলার উদ্দেশ্য বা পেছনের কারণ এখনো চূড়ান্তভাবে জানা যায়নি।