ভারতের সিকিমে ভূমিধসে ৩ সেনা নিহত, নিখোঁজ ৬


ভারতের সিকিমে ভূমিধসে ৩ সেনা নিহত, নিখোঁজ ৬

ভারী বৃষ্টিপাতের ফলে ভারতের সিকিমে সেনাবাহিনীর একটি সামরিক শিবিরে ভূমিধসে ৩ সেনা সদস্য নিহত হয়েছেন। রোববার (১ জুন) এ ঘটনার পর কর্তৃপক্ষ তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে।

ভারতের ইস্টার্ন কমান্ডের সিপিআরও উইং কমান্ডার হিমাংশু তিওয়ারি এক বিবৃতিতে বলেন, 'সন্ধ্যা ৭টায় সামরিক ক্যাম্পে এক ভয়াবহ ভূমিধস আঘাত হানে। উদ্ধার অভিযান তাৎক্ষণিকভাবে শুরু করা হয়েছে।'

নিহত তিন জন হলেন হাবলদার লক্ষবিন্দর সিং, ল্যান্স নায়েক মুনিশ ঠাকুর এবং পোর্টার অভিষেক লাখা। নিখোঁজ ৬ জন ছাড়াও চারজনকে সামান্য আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

হিমাংশু তিওয়ারি বলেন, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও নিখোঁজ ৬ জনকে খুঁজে বের করার জন্য উদ্ধারকারী দলগুলো দিনরাত কাজ করছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে, ভারতীয় সেনাবাহিনী নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে এবং পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×