ইসরায়েলের হাইফায় আঘাত হানল ইরানের মিসাইল


ইসরায়েলের হাইফায় আঘাত হানল ইরানের মিসাইল
সংগৃহীত ছবি

ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে আঘাত হেনেছে ইরানের ছোড়া মিসাইল। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা জানিয়েছে, সেখানকার একটি ভবন মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরান।

 
 

বার্তাসংস্থা রয়টার্সের ক্যামেরায় হাইফা শহরে বিস্ফোরণ ধরা পড়ে। ওই সময় হাইফার আকাশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

ইসরায়েলি ফায়ার ও রেসকিউ সার্ভিসও জানিয়েছে, একটি ভবনে সরাসরি মিসাইল আঘাত হানার খবর পেয়েছে তারা।

ইসরায়েলি জাতীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হাইফায় মিসাইলের আঘাতে অন্তত চারজন আহত হয়েছে। এখন হতাহতের সংখ্যা নিরূপণ করা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×