আন্দোলনে পাওয়া অস্ত্র ফেরতের আহ্বান নেপাল পুলিশের


আন্দোলনে পাওয়া অস্ত্র ফেরতের আহ্বান নেপাল পুলিশের

নেপাল পুলিশ নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছে, ৮ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত বিক্ষোভের সময় যে কোনো উদ্ধারকৃত বা দখলকৃত অস্ত্র, যানবাহন, যোগাযোগ সরঞ্জাম, বডি আর্মার, ইউনিফর্ম এবং অন্যান্য পুলিশ সামগ্রী দ্রুত ফেরত দেওয়ার জন্য।

একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, এসব সামগ্রী নিকটস্থ থানায় বা জেলা পুলিশ কার্যালয়ে জমা দেওয়া যেতে পারে। এছাড়া পুলিশ কন্ট্রোল ১০০, নেপাল পুলিশ সদরদপ্তরের ফোন নম্বর ৯৮৫১২৯৩৪৫৯ এবং টোল-ফ্রি লাইন ১৬৬০০১৪১৫১৬-এর মাধ্যমে সরাসরি যোগাযোগের মাধ্যমেও সামগ্রী জমা দেওয়ার সুযোগ রয়েছে।

পুলিশ সতর্ক করে জানায়, আন্দোলনের সময় নেওয়া পুলিশি পোশাক বা সামগ্রী অপব্যবহার করা হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সাধারণ নাগরিকদের কাছে শৃঙ্খলা রক্ষায় সহায়ক যে কোনো তথ্য পুলিশকে সরবরাহ করার আহ্বান জানানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×