গুজবে কান না দিতে জনগণকে সতর্ক করল নেপাল সেনাবাহিনী
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৩:২৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫
সরকার পতনের পর নেপালে চলমান অস্থির পরিস্থিতিতে ভুয়া খবর ও গুজব ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে। এই প্রেক্ষাপটে দেশটির সেনাবাহিনী জনগণকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।
নেপালে টানা বিক্ষোভ ও সহিংস ঘটনার জেরে রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে। এরই মধ্যে সেনাবাহিনী সংক্রান্ত নানা ভুয়া তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এই অবস্থায় সেনাবাহিনী এক বিবৃতিতে জনগণকে অনুরোধ করেছে, তারা যেন এসব ভিত্তিহীন সংবাদ উপেক্ষা করে শুধুমাত্র সরকার অনুমোদিত মাধ্যম থেকেই তথ্য গ্রহণ করে।
হিমালয়ান টাইমস-এর এক প্রতিবেদনে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, সেনাবাহিনীর নামে ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর তথ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনী। এক যৌথ বিবৃতিতে তারা জানিয়েছে, "সেনাবাহিনী নিয়মিতভাবে প্রেস বিজ্ঞপ্তি, প্রেস নোট এবং যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান ও কর্মকাণ্ড তুলে ধরছে।"
নাগরিকদের উদ্দেশে বিবৃতিতে আরও বলা হয়, সরকারি চ্যানেল ছাড়া অন্য কোনো উৎসের তথ্য যাচাই না করে বিশ্বাস করা ঠিক নয়। সেনাবাহিনী আশ্বস্ত করেছে, সময়মতো প্রয়োজনীয় তথ্য তারা নিজেই দেবে।
সেনাবাহিনীর বার্তায় বিশেষভাবে বলা হয়, "সবাইকে শান্ত থাকতে এবং যাচাই না করে কোনো বার্তা প্রচার না করার অনুরোধ করছি, যাতে অপ্রয়োজনীয় বিভ্রান্তি বা উত্তেজনা না ছড়ায়।"
নেপালের সেনাবাহিনী স্পষ্টভাবে জানিয়েছে, দেশের বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণই স্থিতিশীলতা ফেরানোর প্রধান উপায়।