৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো রাশিয়া


৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো রাশিয়া

রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপ শনিবার (১৩ সেপ্টেম্বর) শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ৭.৪ এবং এটি ৩৯.৫ কিলোমিটার (২৪.৫ মাইল) গভীরে ঘটেছে। রয়টার্সের প্রতিবেদনেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জার্মান জিএফজেড সূত্রে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে সুনামির সম্ভাবনা রয়েছে। তবে জাপানের আবহাওয়া অধিদপ্তরের বরাতে এনএইচকে জানিয়েছে, কামচাটকা উপদ্বীপের দক্ষিণ-পশ্চিম অংশে জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এখন পর্যন্ত কোনো বড় ধরণের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ এবং বৈজ্ঞানিক সংস্থাগুলো ভূমিকম্পের প্রভাব মূল্যায়ন করতে পর্যবেক্ষণ চালাচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×