মামুন কবীর

একগুচ্ছ কবিতা


একগুচ্ছ কবিতা
মামুন কবীরের একগুচ্ছ কবিতা

চুরি হয়ে যাওয়া শ্লোগান

 

একদিন

ছিনতাই হয়ে যাবে

আমাদের স্বপ্নগুলো।

আকাশের বক্ষ শূন্য হয়ে গেলে,

উদ্ধত বুলেটের সামনে

বুক চিতিয়ে দাঁড়ানো

গুলিবিদ্ধ শহীদের লাশ

খেয়ে যাবে হাজার শকুন।

তারপর,

চুরি হয়ে যাওয়া শ্লোগান

শহীদ মিনারে করে যাবে আর্তনাদ।

 

জীবনের লেনদেন

 

দিন আসে দিন যায়

বেড়ে যায় জীবনের লেনদেন

প্রতিদিন।

মিছিলের হাত বাড়লে

বাড়ে টিয়ারশেলের সংখ্যাও।

 

অপেক্ষার প্রহর দীর্ঘতর হতে হতে

পাহাড়ি ঢল বেয়ে

জন্ম হয় একটি নদীর,

তারপর নোনাধরা চোখে

বাসা বাঁধে শ্যাওলারা একটু একটু করে।

 

মুসাফির

 

আনন্দময় শত আলোকবর্তিকার ভীড়ে

পাখি সব ফিরে যায় আপন নীড়ে।

আমি হাঁটি অজানার পথে,

দেখি, ফুটপাত বিছানায়

ঘুমন্ত আশরাফুল মাখলুকাত।

 

দেশহীন অচেনা মানুষের চোখের জলে

বুকে এসে বিঁধে তীর,

তোমাদের এই লাল-নীল শহরে

আমি এক মুসাফির।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×