করোনা শনাক্তের সংখ্যা কমেছে , মৃত্যু নেই


করোনা শনাক্তের সংখ্যা কমেছে , মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে কারও মৃত্যু হয়নি।

রোববার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ২২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছেন তিন। গতকাল ছয়জনের করোনা শনাক্ত হয়েছিল।

চলতি বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ১৮১ জনের। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬৩২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছর করোনায় মৃত্যু হয়েছে ২৪ জনের। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ১৩ জন নারী আছে।

চলতি বছর সবচেয়ে বেশি করোনায় মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে ১০ জন। এরপর ঢাকায় ৯ জন, খুলনায় ৩ এবং সিলেটে ২ জনের মৃত্যু হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×