উত্তরায় বিমান বিধ্বস্ত: চার ঘণ্টা পরও হাসপাতালে ভিড়, উদ্ধার ব্যাহত জনতার চাপে
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৫:৫৭ পিএম, ২১ জুলাই ২০২৫
উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা-নেওয়ার তৎপরতা থামেনি। রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনো পৌঁছানো হচ্ছে দগ্ধ ও আহতদের।
সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার পাশেই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা। বিকেল সোয়া ৫টার দিকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে রয়েছে একের পর এক অ্যাম্বুলেন্স। ভেতরে ব্যস্ততা বিরাজ করছে, স্বজনরা কাঁদছেন করিডোরে, কেউ আবার স্ট্রেচারে করে পৌঁছে দিচ্ছেন দগ্ধদের।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক গুরুতর আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. অমল কান্তি নাথ বলেন,
"দগ্ধ অবস্থায় অন্তত ৩৫ জনকে আমরা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেফার করেছি। যারা এখানে চিকিৎসা নিচ্ছেন, তাদের সবার শরীরেই পোড়ার চিহ্ন রয়েছে। অনেকের হাত-পা পুড়েছে, কারও শ্বাসনালিতেও ধোঁয়ার প্রভাব পড়েছে।"
তিনি আরও জানান, আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীদের দ্রুত রেফার করায় তাৎক্ষণিক চিকিৎসা শুরু করা সম্ভব হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন হাজারো মানুষ। আগ্রহী জনতার এ ভিড় উদ্ধার তৎপরতায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।