পিটার হাস এখন কক্সবাজারে


পিটার হাস এখন কক্সবাজারে

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে কক্সবাজারের মহেশখালীতে অবস্থান করছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএর ঘাট থেকে স্পিড বোটে করে তিনি মহেশখালীতে যান।

গত শনিবার থেকে তিনি এক সপ্তাহের সফরে বাংলাদেশে রয়েছেন।

মহেশখালী সফরে পিটার হাসের সঙ্গে আরও দুইজন প্রতিনিধি রয়েছেন। তারা কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন এবং এক্সিলারেট এনার্জি নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “বেলা ১১টায় পিটার হাসের সঙ্গে একটি প্রতিনিধি দল হোপ হসপিটালে পৌঁছান।”

হাসপাতাল পরিদর্শন শেষে তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×