ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা


ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা

বাংলা একাডেমি ডিসেম্বর মাসে অমর একুশে বইমেলা আয়োজন স্থগিত করেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচন শেষে মেলা আয়োজনের কার্যক্রম নেওয়া হবে। এ প্রেক্ষাপটে, প্রকাশক ও সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর আগেই নির্ধারিত তারিখ স্থগিত করা হয়েছে।

প্রকাশক ও অংশগ্রহণকারীদের পরামর্শ অনুযায়ী নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

এর আগে, অমর একুশে বইমেলা-২০২৬ আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলার কথা ছিল। গত ১৮ সেপ্টেম্বর বিকেল ৫টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং পরে তা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে তখন বলা হয়েছিল, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ করা হলো ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×