সন্ধ্যা রাতেই উপকূল অতিক্রম করবে ‘সাধারণ ঘূর্ণিঝড়’


সন্ধ্যা রাতেই উপকূল অতিক্রম করবে ‘সাধারণ ঘূর্ণিঝড়’

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বর্তমানে একটি সাধারণ ঘূর্ণিঝড় অবস্থান করছে। ৩ মিনিটের স্থিতিতে এটি এখনও পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি এবং বর্তমানে অতি গভীর নিম্নচাপের মতো অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।

বিডব্লিউওটি জানায়, এই সিস্টেমটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ৬ ঘণ্টার মধ্যে দক্ষিণ উড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। উপকূলে পৌঁছানোর পর এর শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা নেই এবং এটি ক্রমান্বয়ে দুর্বল হতে শুরু করবে।

বাংলাদেশে সম্ভাব্য প্রভাব নিয়ে সংস্থাটি জানিয়েছে, সিস্টেমটি দক্ষিণ উড়িশা উপকূলে আঘাত হানলেও এর সরাসরি প্রভাব বাংলাদেশে পড়বে না। তবে এর প্রভাবে আজ ও আগামীকাল (৩ অক্টোবর) দেশের উপকূলীয় এলাকায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বৃষ্টিপাত বিষয়ে বিডব্লিউওটি জানায়, দেশের ওপর ইতোমধ্যেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই বৃষ্টিপাত ৫ ও ৬ অক্টোবর পর্যন্ত অধিকাংশ এলাকায় অব্যাহত থাকতে পারে। বিশেষ করে এই সময়ের শেষ দিকে রাজশাহী ও রংপুর বিভাগের ওপর বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×