তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:২১ এম, ০৭ অক্টোবর ২০২৫
তুরস্কে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। সোমবার (৬ অক্টোবর) তিনি দেশে প্রত্যাবর্তন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিবৃতিতে তার ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander, Turkish Air Force এর আমন্ত্রণে গত বুধবার (১ অক্টোবর) তুরস্ক সফরে যান। সফরকালে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander, Turkish Air Force, তুরস্ক প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন।
এছাড়া তিনি Turkish Aerospace Industries সহ অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
আইএসপিআর জানায়, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পেশাদার ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে, এবং পারস্পরিক সহযোগিতা বাড়বে।
প্রসঙ্গত, গত বুধবার বিমান বাহিনী প্রধান ঢাকা ত্যাগ করেন।