রাজধানীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে মানিব্যাগ-মোবাইল ছিনতাই


রাজধানীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে মানিব্যাগ-মোবাইল ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাত করে রাসেল মিয়া নামের পুলিশ সদস্যের কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় রাসেল মিয়াকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কনস্টেবল পদে কর্মরত এবং সংস্থাটির প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করছেন।

রাসেলকে হাসপাতালে নিয়ে আসেন তার প্রতিবেশী নুরুল ইসলাম। তিনি জানান, যাত্রাবাড়ীর রইসনগর এলাকায় তারা পাশাপাশি বাড়িতে থাকেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রায়েরবাগ এলাকায় মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন রাসেল। হঠাৎ ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। একপর্যায়ে ছিনতাইকারীরা তার হাতে ছুরি দিয়ে আঘাত করে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়।

নুরুল ইসলাম আরও বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকালে আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগে তার চিকিৎসা দেওয়া হয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×