ঢাকায় সকালের তাপমাত্রা ২০ ডিগ্রি, শুষ্ক থাকবে আবহাওয়া
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:৪৮ এম, ২২ নভেম্বর ২০২৫
রাজধানীতে শীতের আমেজ দিন দিন আরও স্পষ্ট হচ্ছে। উত্তর দিকের ঠান্ডা হাওয়ার প্রভাবে ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা কমে আসায় সকালের আবহাওয়ায় যোগ হয়েছে শীতের স্পর্শ।
শনিবার ২২ নভেম্বর সকালে ঢাকায় তাপমাত্রা নেমে দাঁড়ায় ২০ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের বাকি সময় আকাশ পরিষ্কার থাকবে এবং সারা দিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। একই সময়ে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন নাও দেখা যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টি হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৯ মিনিটে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের গত রাতের সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্কই থাকবে। পাশাপাশি রাত এবং দিনের তাপমাত্রা ধীরে ধীরে সামান্য হ্রাস পেতে পারে।