নির্বাচনে প্রার্থীদের হলফনামা যাচাইয়ে প্রস্তুত দুদক


নির্বাচনে প্রার্থীদের হলফনামা যাচাইয়ে প্রস্তুত দুদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা যেন সম্পদ বিবরণীতে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য না দেন, তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রার্থীদের হলফনামায় উল্লিখিত সম্পদের তথ্য যাচাইয়ের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

সোমবার (৩ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক (ডিজি) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, “অতীতের মতো এবারও দুদক তৎপর রয়েছে। বিভিন্ন উৎস থেকে তথ্য পাওয়া গেলে, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন কিংবা নির্বাচন কমিশন থেকে অনুরোধ এলেও সংসদ সদস্য প্রার্থীদের হলফনামা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আক্তার হোসেন আরও বলেন, “নির্বাচন কমিশন চাইলে প্রার্থীদের দেওয়া হলফনামার তথ্য আমরা খতিয়ে দেখব। হলফনামায় উল্লেখিত স্থাবর সম্পদ ও অর্থের পরিমাণের সঙ্গে বাস্তব অবস্থার মিল-অমিল যাচাই করা হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

এদিকে, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। সে লক্ষ্যে পর্যায়ক্রমে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে চলছে।

এদিন দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি ২৩৭ আসনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×