সাউন্ড গ্রেনেড ও জলকামানের মুখে আন্দোলনরত শিক্ষকেরা, উত্তপ্ত শাহবাগ


সাউন্ড গ্রেনেড ও জলকামানের মুখে আন্দোলনরত শিক্ষকেরা, উত্তপ্ত শাহবাগ

তিন দফা দাবি বাস্তবায়নের আন্দোলনে নামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শাহবাগে কলম বিসর্জন কর্মসূচি পালন করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। এতে শেষ পর্যন্ত ভেস্তে যায় তাদের কর্মসূচি।

শনিবার (০৮ নভেম্বর) বিকেলে শিক্ষকরা শাহবাগ এলাকায় জড়ো হলে পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে নির্দেশ দেয়। কিন্তু তারা অবস্থান নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

অভিযানে বহু শিক্ষক এলাকা ত্যাগ করতে বাধ্য হন। তবে তাৎক্ষণিকভাবে কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

শিক্ষকরা জানান, তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে: সহকারী শিক্ষকদের পদোন্নতি কাঠামো পুনর্গঠন, বেতন বৈষম্য নিরসন ও প্রধান শিক্ষকের পদে উন্নতির সুযোগ সৃষ্টি। তারা বলেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×