নির্বাচন নিয়ে কথা বলতে আসিনি: উপদেষ্টা আসিফ নজরুল


নির্বাচন নিয়ে কথা বলতে আসিনি: উপদেষ্টা আসিফ নজরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “নির্বাচনের ব্যাপারে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি।”

শনিবার (৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচন সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান।

ড. আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, “টিটিসিগুলো ভালোভাবে চলছে। এখানে এত নিষ্ঠার সঙ্গে সবাই কাজ করছে, দেখে খুবই ভালো লাগল। রাজশাহীতে এলেই ভালো লাগে। এত সুন্দর ও পরিচ্ছন্ন শহর। আর আপনাদের, মানে রাজশাহীর মানুষদের আমি খুবই পছন্দ করি।”

পরিদর্শনের সময় তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর গুরুত্ব তুলে ধরে তিনি জানান, “সারা দেশে শতাধিক টিটিসি রয়েছে। এখানে প্রশিক্ষণ গ্রহণকারীরা দেশ ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। রাজশাহীর মহিলা টিটিসি বাংলাদেশের অন্যতম সেরা প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে একটি।”

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনকালে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারসহ টিটিসি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×