বছরের শেষে মিলবে টানা ৩ দিনের ছুটি


বছরের শেষে মিলবে টানা ৩ দিনের ছুটি

চলতি বছরের শেষদিকে সরকারি চাকরিজীবীদের জন্য মিলছে টানা তিন দিনের বিরতি। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) খ্রিস্টানদের বড়দিনের ছুটি রয়েছে। এর পরের দিনগুলো ২৬ ডিসেম্বর (শুক্রবার) ও ২৭ ডিসেম্বর (শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় অফিস বন্ধ থাকবে তিন দিন ধারাবাহিক।

সরকারি ছুটির হিসাব অনুযায়ী, চলতি বছর এখনও দুটি সাধারণ ছুটি বাকি আছে। তবে নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি নেই। ডিসেম্বর মাসের এই দুটি ছুটির মধ্যে একটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলেছে, ফলে চাকরিজীবীরা পুরো তিন দিনের বিরতি উপভোগ করতে পারছেন। এর আগে চলতি বছরের সরকারি ছুটির মধ্যে বিজয় দিবস মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পড়েছিল।

এদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাও সম্প্রতি উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে। তবে আগামী বছরের মোট ছুটি কমে ২৮ দিন হবে, যার মধ্যে সাপ্তাহিক ছুটির কারণে মূল ছুটি থাকবে ১৯ দিন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×