১৮ নভেম্বর চালু হচ্ছে ‘প্রবাসী ভোটার অ্যাপ’
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৩:৪০ পিএম, ০৯ নভেম্বর ২০২৫
আগামী ১৮ নভেম্বর উদ্বোধন হতে যাচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) বহুল প্রতীক্ষিত ‘প্রবাসী ভোটার অ্যাপ’। একই দিন প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকাও।
রোববার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, পূর্বনির্ধারিত ১৬ নভেম্বরের পরিবর্তে এখন ১৮ নভেম্বর অ্যাপটি লঞ্চ করা হবে।
সচিব আখতার আহমেদ বলেন, “আমরা আগেই বলেছিলাম ১৬ নভেম্বর ‘আউট অব কন্ট্রিবিউটিং’ এবং ‘আইসি অ্যাপ’ লঞ্চ করা হবে। কিন্তু ১৬ নভেম্বর রোববার; বিশ্বের অধিকাংশ দেশেই সাপ্তাহিক ছুটি থাকে। তাই বিষয়টি বিবেচনা করে আমরা এখন ১৮ নভেম্বর (মঙ্গলবার) অ্যাপটি লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও জানান, যেহেতু একই দিনে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশিত হবে, তাই দুটি গুরুত্বপূর্ণ কার্যক্রম একসঙ্গে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লঞ্চিং অনুষ্ঠানের নির্দিষ্ট সময় পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
নিবন্ধন সংক্রান্ত সমস্যার বিষয়ে প্রশ্ন করলে আখতার আহমেদ বলেন, কমিশন আইনের সীমার মধ্যে থেকে কাজ করছে। যাদের নিবন্ধনে কোনো ঘাটতি রয়েছে, তারা চাইলে আপিল বা সংশোধনের আবেদন করতে পারেন। কমিশন সেই আবেদন বিবেচনা করবে কি না, তা পরবর্তী সিদ্ধান্তে নির্ভর করবে।
আপিলের প্রক্রিয়া ব্যাখ্যা করে তিনি বলেন, “আপিল করতে হলে সচিবালয়ের মাধ্যমে সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আবেদন করতে হয়। আপিলের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি—তারা চাইলে আগামীকালও আবেদন করতে পারেন।”
তিনি আরও বলেন, কমিশন আইন বহির্ভূত কোনো পদক্ষেপ নিচ্ছে না। নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়ায় কিছু আবেদন অনুমোদিত হয়নি। কেউ যদি সিদ্ধান্তের সঙ্গে একমত না হন, পুনর্বিবেচনার আবেদন করতে পারেন।
কেপিআই এলাকায় রাজনৈতিক সমাবেশ প্রসঙ্গে ইসি সচিব বলেন, কেপিআই একটি সংবেদনশীল স্থান এবং সেখানে আইন ও নিরাপত্তা বিধি মেনে চলা সবার দায়িত্ব।
সাংবাদিকদের এক প্রশ্নে আমজনতার দলের তারেক রহমানের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “যদি নিবন্ধন ছাড়াই কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়, সেটি আইনগতভাবে কমিশন বিবেচনা করবে। আপিল ছাড়া নিবন্ধন দেওয়ার সুযোগ নেই, তাই আমি আপিলের কথাই বলেছি।”